• সর্বশেষঃ

    আমাদের কয়বেলা উপাসনা করা উচিত?


    বর্তমান সময়ে নানা মুনির নানা মতের কারণে সনাতন সমাজের সর্বক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এসব বিশৃঙ্খলার ভেতর একটি হচ্ছে ত্রিসন্ধ্যা উপাসন। সন্ধ্যাতো মূলত দুইটা। একটা সূর্যোদয়ের সময় হয় সূর্যাস্তের সময়। ত্রিসন্ধ্যা উপাসন করা ব্যক্তিরা যে আরেকটি সন্ধ্যা কোথা থেকে আমদানি করলেন তাই চিন্তার বিষয়! নানা মুনির নানা মত দ্বারা বিভ্রান্ত হবেন না। বেদ কি বলে দেখে নিন।

    বেদ অনুসারে আমাদের ২ বেলা উপাসনা করা করা উচিত।

    এ বিষয়ে স্বয়ং বেদ বলছে,

    স ঘা নো দেবঃ সবিতা সাবিষদমৃতানি ভুরি।
    উভে সুষ্টুতী সুগাতবে।।
     (অথর্ববেদ ৬.১.৩)

     অনুবাদঃ তিনি প্রকাশময় প্রেরক প্রভু নিশ্চয়ই আমাদের জন্য শ্রেষ্ঠ অমৃতত্ব প্রাপ্ত করান, আমাদের রোগমুক্ত করেন। দ্বিসন্ধ্যা উত্তম স্তুতির (প্রাতঃ ও সায়ংকালীন স্তুতির) দ্বারা উত্তমরূপে গান করার জন্য প্রভু আমাদের নিরোগ করেন।

    ইংরেজি ভাষ্যঃ 


    ।। নমস্তে।। 
    @বৈদিক আর্য সমাজ