• সর্বশেষঃ

    মানব জীবনের লক্ষ কি?


    আমাদের এই জড় দেহে একজন চিন্ময় সত্তা বাস করে। তার নাম আত্মা। এই জড় দেহের একদিন বিনাশ হবে কিন্তু আত্মা অবিনাশী। জন্ম থেকে জন্মান্তরে এই আত্মা ভিন্ন ভিন্ন দেহ ধারণ করতে থাকে, আর ঐ সব দেহ সৃষ্টির যন্ত্রণা ভোগ করতে থাকে। এই যন্ত্রণা থেকে পরিত্রাণের একটাই উপায় আছে। তার নাম মোক্ষ লাভ।  এই মোক্ষই জীবাত্মার পরম প্রাপ্তি। আর এই মোক্ষ লাভের একমাত্র পথ "ওঁ" (ওঙ্কার)। 

    উপনিষদে, লক্ষবস্তু বলা হচ্ছে পরমাত্মাকে, তীর বলা হচ্ছে আত্মাকে আর ঐ তীরকে লক্ষবস্তুতে পৌছানোর জন্য যে ধনু প্রয়োজন ওঙ্কারকে সেই ধনু বলা হচ্ছে। তাই এই ওঙ্কারই আমাদের মুক্তির একমাত্র অবলম্বন। 

    মুন্ডক উপনিষদ ২/২/৪ - এ বলা হচ্ছেঃ 

    [বিদ্রঃ উপরোক্ত উপনিষদ ভাষ্যটি শঙ্করভাষ্য হওয়ায় "ব্যাখ্যা" অংশে আত্মাকেই পরমাত্মা বলা হয়েছে কারণ শঙ্করাচার্য অত্মা পরমাত্মার ভেদ মানতেন না। সম্মানিত পাঠগণ এর পরিবর্তে - "আত্মার লক্ষই পরামাত্মা" এরূপ জানবেন।]

    হে অমৃতের পুত্রেরা, আসুন এই ওঙ্কারকে অবলম্বন করে পরমাত্মার সাধনায় আমরা একাগ্রচিত্ত হই। 

    ।।নমস্তে।।