• সর্বশেষঃ

    সনাতন ধর্ম নারীকে বিশেষ কি সম্মান/অধিকার দিয়েছে?

    যদি প্রশ্ন করেন - সনাতন ধর্ম নারীকে কি বিশেষ অধিকার/সম্মান দিয়েছে, তখন উত্তর আসবে বিশেষ কোনো অধিকার/সম্মান নারীকে দেওয়া হয়নি। সনাতন ধর্মে পুরুষ যেসব অধিকার/সম্মান লাভ করে থাকেন নারীরাও সেসব অধিকার/সম্মান লাভ করেন। অথবা বলতে পারেন নারীরা যেসব অধিকার/সম্মান পেয়ে থাকেন, পুরুষরাও তেমন অধিকার/সম্মান পেয়ে থাকেন। তবে মনে রাখতে হবে হিন্দু সমাজ আর সনাতন ধর্ম এক না। সমাজে বহুত আগাছা জন্মেছে। সনাতন ধর্ম বলতে বৈদিক ধর্মকে বুঝবেন।

    নারী কি অধিকার পেয়ে থাকেন? বেদর ঋষি, পুরুষের মতো নারীরাও হয়ে থাকেন। 

    অথবা,

    পুরুষ কি অধিকার পেয়ে থাকেন? বেদের ঋষি, নারীর মতো পুরুষও হয়ে থাকেন। 

    তাই বলা যায়, নারীর কোনো বিশেষ অধিকার সনাতন ধর্ম দেয়নি বা পুরুষকে কোনো বিশেষ অধিকার সনাতন ধর্ম দেয়নি। 

    তাই যে সকল সনাতনী দাবী করেন নারীদের বিশেষ অধিকার বা মর্যাদা আছে তারা ভুল বলেন। বা পুরুষের বিশেষ মর্যাদা আছে এমন যারা বলেন তারা ভুল বলেন। 

    সনাতন ধর্মে পুরুষরাও নারীদের মতো বিদ্যা শিক্ষা লাভ করতে পারবেন। আবার পুরুষ মানুষেরও উচিৎ নারীদের মতো শ্লীল পোষাক পরা। অথবা, নারীরাও পুরুষের মতো বিদ্যা শিক্ষা লাভ করতে পারবেন। আবার নারীদেরও উচিৎ পুরুষের মতো শ্লীল পোষাক পরা।

    পুরুষের অধিকার আছে নারীর সাথে বিতর্কে অংশ নেওয়া অথবা নারীর অধিকার আছে পুরুষের সাথে বিতর্কে অংশ নেওয়া।

    সনাতন ধর্মে নারীকে এমন কোনো ক্ষেত্রে অমর্যাদা করা হয়নি যে, পারলৌকিক সম্মানের কথা বলে ঐ অমর্যাদাকে ব্যালান্স করা লাগেব।

    তাই নারীর বিশেষ সম্মান বলে কিছু নেই, কারণ দরকার নেই। এমনিতেই সে মহাসম্মানিত।

    @সৈকত সত্যার্থী
    ০৪/০৩/২০২০