• সর্বশেষঃ

    গীতা সম্পর্কে সৈয়দ মুজতবা আলী যা বলেছিলেন।


    বাংলা সাহিত্যের অন্যতম ঔপন্যাসিক, ছোটগল্পকার, অনুবাদক ও রম্যরচয়িতা সৈয়দ মুজতবা আলী তার গ্রন্থ ময়ূরকণ্ঠী তে গীতা সম্পর্কে চমৎকার মন্তব্য করেছেন।

    " গীতার মতাে ধর্মগ্রন্থ পৃথিবীতে বিরল । তার প্রধান কারণ গীতা , সর্ব যুগের সর্ব মানুষকে সব সময়েই কিছু না কিছু দিতে পারে । অধ্যাত্বলােকে চরম সম্পদ পেতে হলে গীতাই অত্যুত্তম পথ প্রদর্শক , আর ঠিক তেমনি ইহলােকের পরম সম্পদ পেতে হলে গীতা যে রকম প্রয়ােজনীয় চরিত্র গড়ে দিতে পারে, অন্য কম গ্রন্থরই সে শক্তি আছে । ঘাের নাস্তিকও গীতা পাঠে উপকৃত হয়। অতি সবিনয় নিবেদন করছি, এ কথাগুলো আমি গতানুগতিকভাবে বলছি নে। দেশ-বিদেশে গীতাভক্তদের সাথে একসঙ্গে বসবাস করে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এ বিশ্বাস আমার মনে দৃড় ভূমি নির্মাণ করেছে।" 

    সূত্রঃ সৈয়দ মুজতবা আলী রচনাবলী , ১ম খন্ড , পৃষ্ঠা - ১৬০

    ।। নমস্তে ।। 
    @বৈদিক আর্য সমাজ