• সর্বশেষঃ

    চাঁদের নিজস্ব আলো নেই একথা বেদেই সর্বপ্রথম বলা হয়েছে।


    চাঁদের নিজস্ব কোনো আলো নেই। আমরা রাতের বেলা চাঁদের যে আলো দেখি তা মূলত চন্দ্রপৃষ্ঠে সূর্যের প্রতিফলিত আলো।  

    চাঁদের উপরি পৃষ্ঠের বর্ণ ধূষর ও কালো। ফলে এর উপর সূর্যের যেই আলো পড়ে তার মাত্র ১২% প্রতিফলিত হয়। আর এটাই আমরা চাঁদের আলো বলে জানি। 

    সর্বপ্রথম প্রাচীন ভারতের বিখ্যাত বিজ্ঞানী ও গণিতবিদ আর্যভট্ট তার গ্রন্থে চন্দ্র সূর্যের আলো প্রতিফলিত করার কথা বলেছিলেন — এমন একটি তথ্য বিভিন্ন বই-পুস্তকে প্রচলিত আছে। কিন্তু তারও বহু বছর পূর্বে ঋষিরা এই কথা বলে গেছেন তাদের দৃষ্ট বেদে। 


    চাঁদের আলো যে মূলত সূর্যের প্রতিফলিত আলো তা ঋগ্বেদ(১/৮৪/১৫)-এ স্পষ্ট বলা হচ্ছে।

    এছাড়াও ঋগ্বেদ ১/১৯/৬ এ স্পষ্টভাবে চাঁদ, পৃথিবী ও অন্যান্য(গ্রহ/উপগ্রহ) সূর্যের আলোতে আলোকিত হওয়ার কথা বলা হয়েছে।

    যজুর্বেদ (১৮/৪০) এ স্পষ্টভাবে বলা হচ্ছে,
    " চন্দ্র সূর্যের আলোতে আলোকিত হয়। "

    প্রাচীনতম শব্দকোষ নিরুক্তে(২/৬) বলা আছে,
    " তদেতেন উপেক্ষিতব্যং অস্য দীপ্তির্ভবতি "

    অর্থ্যাৎ, সূর্যকিরণ চন্দ্রে প্রতিফলিত হয়ে চন্দ্র আলোকিত হয়।

    Professor Wilson যিনি ঋগ্বেদের ইংরেজি অনুবাদ করেছেন তিনি বলেছেন— 
    "The purport of the stanza is, apparently,
    the obscure expression of an
    astronomical fact,—known to the authors
    of the Vedas,—that the moon shone only
    through reflecting the light of the sun."

    ।। নমস্তে।। 
    @ বৈদিক আর্য সমাজ