• সর্বশেষঃ

    শুদ্ধি-বিধি


    যদি কোন বিবেকী পুরুষ সদ্ গ্রন্থের স্বাধ্যায় ,মননাদি অথবা কোন সজ্জনপুরুষের সৎপ্ররণায় অন্য কোন মত/সম্প্রদায় ভুক্তজন বৈদিকধর্ম গ্রহণ করিতে চায় তাহা হইলে তাঁকে একদিন ব্রত উপবাস থাকিয়া , দ্বিতীয়দিনে (পুরুষকে) ক্ষৌরকর্ম করিবার পর স্নানাদি দ্বারা শুদ্ধ হইয়া স্বচ্ছ বস্ত্র ধারণ করিয়া নিম্ন মন্ত্র পাঠ করিতে হইবে এবং শুদ্ধিকর্তা কিঞ্চিত জল তাহার মস্তকে ছিটাইয়া দিবেন-



    ও৩ম্ পুনন্তু মা দেবজনাঃ পুনন্তু মনসা ধিয়ঃ পুনন্তু বিশ্বা ভূতানি জাতবেদঃ পুনীহি মা ।।১ ।।

    যজুঃ১৯/ ৩৯


    ও৩ম পবিত্রেণ পুনীহি মা শুক্রেণ দেব দীদ্যৎ ।

    অগ্নে ক্রত্বা ত্রতূঁঅরনু ।।২।।

    যজুঃ ১৯/৪০


    ও৩ম্ য়ত্তে পবিত্রমর্চিষ্যগ্নে বিততমন্তরা ।

    ব্রহ্ম তেন পুনাতু মা ।।৩।।


    যজুঃ ১৯/৪১



    তদন্তর যজ্ঞবেদীতে পূর্বাভিমুখ বসাইয়া "শন্নো দেবীরভিষ্টয়" মন্ত্র দিয়া আচমন করাইয়া গায়েত্রী মন্ত্র উচ্চারণ করাইবে । বিধিপূর্বক মন্ত্রোচ্চারণ করিয়া যজ্ঞপোবীত দান করিয়া তাহার উপকারিতা ও মহত্ব শুনাইবার পর গায়েত্রী মন্ত্রার্থ সংক্ষেপে শুনাইবে । পশ্চাতে আচমন-অঙ্গস্পর্শ প্রার্থনা মন্ত্র অর্থপূর্বক স্বস্তিবাচন , শান্তিকরণ পাঠ করিয়া বিধিবৎ সামান্য যজ্ঞ ক্রিয়া করাইবে । তারপর নিম্নোক্ত মন্ত্রের দ্বারা আহুতি প্রদান করাইবে -



    ও৩ম্ য়দ্দেবা দেবহেডনং দেবাসশ্চকৃমা বয়ম্ ।

    অগ্নির্মা তস্মাদেনসো বিশ্বান্মুঞ্চত্বংহসঃ ।।৪।।

    যজুঃ ২০/১৪


    ও৩ম্ য়দি দিবা য়দি নক্তমেনাং(ম্)সি চকৃমা বয়ম্।

    বায়ুর্মা তস্মাদেনসো বিশ্বান্ মুঞ্চত্বং হসঃ ।।৫।।

    যজুঃ ২০/১৫


    ও৩ম্ য়দি জাগ্রদ্যদি স্বপ্নৃএনাং(ম্)সি চকৃমা বয়ম্ ।

    সূর্য়ো মা তস্মাদেনসো বিশ্বান্ মুঞ্চত্বং হসঃ ।।৬।।

    যজু ২০/১৬


    ও৩ম্ য়দ্ গ্রামে য়দরণ্যে য়ৎ সভায়াং য়দিন্দ্রিয়ে।

    য়দ্ শূদ্রে য়দর্য়ে য়দেনশ্চকৃমা বয়ং য়দেকস্যাধি

    ধর্মণি তস্যাবয়জনমসি ।।৭।।


    যজুঃ ২০/১৭



    উপরের মন্ত্র দ্বারা আহুতি প্রদান করিবার পর নিম্নমন্ত্র এবং মন্ত্রার্থ পড়িয়া মনোযোগপূর্বক আহুতি প্রদান করাইবে । এই মন্ত্রের অর্থ নিরন্তর চিন্তন ও মনন করিয়া প্রায়শ্চিত্তপূর্বক বেদমার্গে চলিবার জন্য প্রভুর কাছে প্রার্থনা করাইবেন ।



    ও৩ম্ য়দ্বিদ্বাংসো এনাংসি চকৃমা বয়ম্ ।

    য়ূয়ং নস্তস্মান্ মুঞ্চত বিশ্বে দেবাঃ সজোষসঃ ।।৮।।

    অথর্ব ৬/১১৫/১


    পদার্থঃ [বিদ্বাংসঃ] হে বিদ্বান্ [অবিদ্বাংসঃ] না জানা অবস্থায় [বয়ম্]আমরা [য়ৎয়ৎ] যা-যা [এনাংসি]পাপ [চকৃম]করিয়াছি । [য়ূয়ম্] তুমি [বিশ্বদেবাঃ] সব বিদ্বান্ [সজোষসঃ]প্রীতির সহিত [তস্মাৎ]সেই পাপ-সমুদায় থেকে[নঃ]আমাকে [মুঞ্চত]পৃথক করিয়া দাও ।



    ও৩ম্ ইমামগ্নে শরণিং মীমৃষো ন ইমমধ্বানং য়মগাম দূরাৎ ।

    আপিঃ পিতা প্রমতিঃ সোম্যানাং ভূমিরস্যরিষিকৃন্ মর্ত্যানাম্ ।।৯।।

    ঋগ্বেদ ১/৩১/১৬


    পদার্থঃ [অগ্নে]হে পাপানাশক ঊর্ধ্বপ্রেরক পরমাত্মন্ । [ইমাং নঃ] আমাদের এই[শরণিম্] তোমার বেদাদেশের ত্যাগরূপী আত্ম-অপরাধকে [মীমৃষঃ]ক্ষমা করিয়া দাও । [ইমম্ অধ্বানম্] এই ভ্রান্তিযুক্ত মার্গ অবলম্বন করিয়া[য়ম্]যার ওপর আমরা [দূরাৎ] অনেকদূর পর্যন্ত(অনেকসময় পর্যন্ত)[অগাম] যাইতেছিলাম , তাহাকে ক্ষমা করিয়া দাও । হে প্রভু ! তুমি [সোম্যানাম্] সৌম্যজনের [আপিঃ] মিত্র ও পিতাও[প্রমতি]শুভ মতি প্রদান কর [মর্ত্যানাম্] মানুষকে[ঋষিকৃৎ]ঋষি করিয়া দাও ।


    উপরে লিখিত মন্ত্রের সহিত নিম্নোক্ত গায়েত্রী মন্ত্রটি অর্থ সহিত উপদেশ করিবে ।


    "ও৩ম্ ভূর্ভুবঃ স্বঃ।

    তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি।

    ধিয়ো য়ো নঃ প্রচোদয়াৎ।।"

    (ঋগবেদ ৩।৬২।১০, যজুর্বেদ ৩।৩৫, ২২।৯, ৩০।২, ৩৬।৩, সামবেদ উত্তরার্চিক, প্রপাঠক ৩,অর্দ্ধপ্রপাঠক ৩, মন্ত্র ১০)


    ভাবার্থ- পরমাত্মা প্রাণস্বরূপ, দুঃখনাশক ও সুখস্বরূপ। জগৎ উৎপাদক দিব্য গুণযুক্ত পরমাত্মার সেই বরণীয় পাপনাশক শুদ্ধ স্বরূপকে ধ্যান করি। যিনি আমাদের নির্মল বুদ্ধির প্রেরণা দান করেন।


    ইহার অর্থ বিদিত করিয়া প্রতিদিন অর্থ ও ভাবনা সহিত গায়েত্রীমন্ত্র সুবিধানুসারে ১০-২০ বার আবৃতিপূর্বক প্রাতঃ সায়ংকালে ব্রত পালনের জন্য নিম্ন মন্ত্র দ্বারা প্রার্থনা করিবে ।


    ওতম্ অগ্নে ব্রতপতে ব্রতং চরিষ্যামি তচ্ছকেয়ং তন্মে রাধ্যতাম্ ।

    ইদমহমনৃতাৎ সত্যমুপৈমি ।।১০।।

    যজুঃ ১/৫

    অর্থঃ হে ব্রতপতে অগ্নি ! আমি ব্রতধারণ করিতেছি যে আমি অসত্যকে ত্যাগ করিয়া সত্যকে জানিয়া , সত্যকে মানিয়া সর্বদা সত্য ব্যবহার করিব । হে প্রভু !আমাকে এমন সামর্থ্য প্রদান কর যেন আমি এই ব্রত সদা পালন করিতে পারি।

    তৎপশ্চাৎ গায়েত্রী মন্ত্রাহুতি প্রদান করিয়া পূর্ণাহুতি করিবে । পরে যজ্ঞ- প্রার্থনা , ভজন-কীর্তন ও বৈদিক ধর্মের মহত্ব বিষয়ে যোগ্যরীতিতে প্রভাবী উপদেশ প্রদান করিবে ।

    ও৩ম্ শান্তি শান্তি শান্তি ।



    [ উৎসঃ সমর্পণ , বঙ্গীয় আর্য প্রতিনিধি সভা কলকাতা ]