• সর্বশেষঃ

    ।। ॐ কার উচ্চারণ বিধি।।

    বেদমন্ত্র উচ্চারণেরপ্রারম্ভে ও অন্তে প্রণব (ও৩ম্‌) উচ্চারণ করিতে হয় (মনুস্মৃতি-২/৭৪)।
    ওঙ্কার সর্বদা প্লুতস্বরে করা উচিত।
    - অষ্টাধ্যায়ী ৮/২/২৭

    হ্রস স্বর "অ"-কার উচ্চারণ করিতে যত সময় লাগে, দীর্ঘস্বর "আ"- কার উচ্চারণে তাহার দ্বিগুণ সময় লাগে এবং প্লুতস্বরে উচ্চারণ করিতে সেই দীর্ঘস্বরের তিনগুণ সময় লাগে অর্থাৎ তিনটি "অ" বর্ণ ঠিক পর পর উচ্চারণ করিবার মতাে বুঝিবে। স্বভাবতঃ দুরাহ্বানে, গানে ও রােদনে এই প্লুতস্বরের ব্যবহার হয়। " ও" এবং " ম্‌ " - এর মধ্যে যে সংখ্যাবাচক " ৩ " অক্ষরটি ব্যবহার করা হয়, তাহা প্লুতস্বর চিহ্ন জানিবে। এই প্লুতস্বরকে ত্রিমাত্র স্বর বলে।