• সর্বশেষঃ

    সহজ হিন্দি শিক্ষা - পাঠ ১ - বর্ণ পরিচয়


    সবাইকে নমস্কার জানিয়ে আমাদের হিন্দির প্রথম পাঠ শুরু করলাম। 


    বর্ণ পরিচয়

    হিন্দি বাংলা স্বরবর্ণ (हिन्दी - बंगला स्वरवर्ण)
    अं
    अः


    অং
    অঃ



    বিদ্রঃ अ - এর উচ্চারণ বাংলা 'আ' - এর মতো ( যেমনঃअब - আব্‌) এবং 'आ'- এর উচ্চারণ अ - এর দীর্ঘ রূপ।

    ऐ - এর উচ্চারণ বাংলা 'অ্যায়' - এর মতো । ( যেমনঃ है - হ্যায়)

    औ - এর উচ্চারণ বাংলা 'অও্‌' - এর মতো । ( যেমনঃ अौर - আও্‌র)



    হিন্দি বাংলা ব্যঞ্জনবর্ণ (हिन्दी - बंगला व्यंजनवर्ण)
    क्ष
    ज्ञ
    ক্ষ
    জ্ঞ

    বিদ্রঃ  হিন্দিতে ‘ज’-এর উচ্চারণ বাংলা ‘জ’-এর মতাে। কিন্তু ‘य’-এর উচ্চারণ ‘ইয়’-এর মতাে। যেমন- यह (ইয়হ্‌)।
    হিন্দীতে ‘य’ যদি শব্দের মধ্যে বা পদের শেষে থাকে, তবে তার উচ্চারণ হবে বাংলা ‘য়’ এর মতাে বা ‘্য’ ফলার মতাে। যথা - नयन(নয়ন), ' समय(সময়) ইত্যাদি।

    হিন্দিতে ‘य’ বা ‘্য’ ফলা কোনও অক্ষরের সঙ্গে যুক্ত হলে তার উচ্চারণ ‘ইয়’-এর মতাে হয়। যেমন—  कान्या (কন্‌ইয়া), गद्य(গদ্ইয়) ইত্যাদি।

    হিন্দিতে পেট কাটা ‘ब’-এর উচ্চারণ বাংলা ‘ব’মতাে, কিন্তু ‘व’ উচ্চারণ ‘উও্‌’ এর মতাে। যেমন— 'वह’ (উও্‌হ্‌), ‘वहाँ’ (উও্‌হাঁ)। 

    হিন্দিতে ‘श’ও ‘ष' এর উচ্চারণ বাংলা ‘শ’ ও ‘ষ’-এর মতােই, কিন্তু ‘ষ’ যদি ‘ক’-এর সঙ্গে যুক্ত হয়। তাহলে বাংলা উচ্চারণ ‘ক্ষ’ কিন্তু হিন্দীতে এর উচ্চারণ হবে ‘ক্‌ষ’-এর মতাে হয়। যেমনঃ परीक्षा (পরীক্-ষা),  अपेक्षा(অপেক্-ষা) ইত্যাদি।